কাযা নামাজ কি জামাতে আদায় করা যাবে?

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

প্রশ্ন: আমরা কয়েকজন মিলে একটি মেসে ভাড়া থাকি। একদিন আমাদের ঘুম থেকে উঠতে বিলম্ব হয়। ফলে সকলেরই ফজরের নামাজ কাযা হয়ে যায়। তখন আমরা ঐ নামাজ জামাতের সাথে আদায় করি। এখন জানার বিষয় হলো, আমাদের জন্য কাযা নামাজ জামাতের সাথে পড়া কি ঠিক হয়েছে? এবং এক্ষেত্রে কিরাত জোরে পড়তে হবে কি?

উত্তর: জী হাঁ। জামাতের সাথে কাযা পড়া ঠিক হয়েছে। একসাথে একাধিক ব্যক্তির নামাজ কাযা হয়ে গেলে জামাতের সাথেই কাযা পড়া উচিত। আর কাযা নামাজ জামাতের সাথে আদায় করলে উচ্চস্বরে কিরাতবিশিষ্ট নামাজে ইমামকে উচ্চস্বরেই কিরাত পড়তে হবে। হাদীস শরীফে এসেছে যে, রাসূল (সাঃ) সাহাবাদেরকে নিয়ে সূর্যোদয়ের পর ফজরের কাযা আদায় করেছেন এবং তাতে উচ্চস্বরে কিরাত পড়েছেন। -(কিতাবুল আসার, ইমাম মুহাম্মাদ (রহঃ) হাদীস ১৬৮)

উল্লেখ্য যে, কাযা নামাজের জামাত করলে তা নির্জন স্থানে করা উচিত। যেনো অন্য লোকজন নামাজ কাযা হওয়ার বিষয়টি জানতে না পারে।- (ফাতহুল কাদীর ১/১৮৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৭২;)

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments