কলিমা সম্পর্কে ইমাম নববীর অভিমত

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

মুসলিমশরীফের    ভাষ্যকার    ইমাম    মুহিউদ্দিন    নবভী  রহমতুল্লাহি আলাইহি স্বীয় ‘আল আযকার’ কিতাবে باب ما   يقوله  من  ايس من حياته অধ্যায়ে মুসলিমশরীফের একটি হাদিস বর্ণনা করেছেন-

عن ابى  سعيد الخدرى  رضى الله عنه قال قال رسول  الله صلى الله عليه لقنوا موتاكم لا اله الا الله

অর্থ: হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,    তিনি   বলেন-   রাসূলুল্লাহ   সাল্লাল্লাহু    আলাইহি  ওয়াসাল্লাম  ইরশাদ  করেছেন,   তোমরা মুমূর্ষ ব্যক্তিকে ‘লা   ইলাহা   ইল্লাল্লাহু’   এই   কালিমার   তালকীন   দাও।  অর্থাৎ কালিমা শিক্ষা দাও। (মুসলিম)

উক্ত হাদিসের ব্যাখ্যায় ইমাম নবভী বলেন-
واعلم ان جماعة من اصحابنا قالوا نلقن ونقول  لا اله الا الله محمد رسول الله
অর্থ: জেনে রাখুন,   আমাদের একটি জামাত  বলেছেন, আমরা  তালকীন  করি  এবং  এভাবে  বলি-   ‘লা  ইলাহা  ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment