কবুতর লালন পালন করা কি ইসলামী শরীয়তে জায়েজ?

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

(ড.মুহাম্মদ আনোয়ার হোসাইন) 

সাওয়ালঃ-কবুতর লালন পালন করা কি ইসলামী শরীয়তে জায়েজ?

==========================

জাওয়াবঃ- পালিত কবুতর শরীয়ত বিরোধী কোন কাজে ব্যবহার করা হবে না এই মর্মে নিশ্চিত হয়ে কেউ যদি শখ করে কবুতর লালন পালন করে তাহলে শরীয়তে জায়েজ। তবে কবুতরকে সারাদিন রাত বন্দী করে রাখা নাজায়েজ।কবুতর যখন উড়তে চায় তখন তাকে স্বাধীনভাবে উড়তে দিতে হবে। কবুতর দিয়ে খেলা দেখানো বা কারো গায়ে পাথর নিক্ষেপ করানো বা কোন প্রতিবেশী মহিলাকে উত্যক্ত করার কাজে ব্যবহার করার ইচ্ছায় যদি কবুতর পালে তাহলে নাজায়েজ । (দুর্রুল মোখতার)

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment