সময় এখন
মুহাম্মদ ফয়সাল
=================
সময় এখন ডাক হোক ঐক্যের
ডুববে তরী ডাক না দিলে সত্যের
ফুঁটবে না নতুন ফুল পুষ্পবনে
কুঁড়ে কুঁড়ে খাবে মোদের, ক্ষণে ক্ষণে।
সময় এখন ডাক হোক ঐক্যের
হতে হবে বীর, রুখতে দায় অন্যায়ের।
সত্য যদি হও মজনু নবির পথের
ডাকো তবে, এসো সবে, হবো আমরা
মদিনা মুনিবের নিশানা, দিবো পাহারা
রাঙাবো মদিনা সনদে, হবো মাতোয়ারা
সুবহানআল্লাহ, সুবহানআল্লাহ, সুবহানআল্লাহ।
হে বীর ধরো তীর, হও খালিদের সৈনিক
কাপুরুষের শিকল ভেঙে, হই সবে সত্যের পথিক
ধিক্কার দিই তাদের, গদি পাহারায় আছো যাদের
সেদিন আনিতে ফিরিয়ে, মুক্তি দিতে মজলুম বন্দীর
লড়তে ন্যায়ের, গড়তে ভিত, লড়বো মোরা জয়ের
সময় এখন ডাক হোক ঐক্যের।
গজনীর মাহমুদের ডাক, ভয়ে কেঁপে চূড়, বুক শত্রুর
আনিয়াছেন জয়, ধারিয়াছেন ধামান, ফুঁটাতে নব ঊষার
আইয়ুবীর হুঙ্কার, কাঁপিয়েছে ক্রুসেডের তলোয়ার
জয়ে জয়ে মুখরিত, মুছিয়েছে আঁধার, ঈমানের জোয়ার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হে বীর উঁচাও শির, রুখতে অন্যায়, দাড়াবো রাজপথে
ভাঙি দলের কোন্দল, হতে এক, থাকবো একসাথে।
হে বীরের দল, ভাঙ্গো দল উপদলের কোন্দল
চল রাখি জীবন বাজি, হতে এক, ভুলবো দল-উপদল
ফারুকীর তাজা প্রাণ, দিয়েছিলেন ডাক, ছিল ঐক্যের
রচিতে ছেয়েছিলেন ভিত, সবাই হোক এক, হকের পথের
সময় এখন ডাক হোক সত্যের
সময় এখন ডাক হোক ঐক্যের ।