কত বছর বয়স থেকে নামাজ পড়তে হবে ?

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

রাসূল (সাঃ) বলেছেন, ‘সাত বছর বয়স হলে তোমরা তোমাদের সন্তানদের নামাজের জন্য নির্দেশ দাও। বয়স ১০ বছর হলে (নামাজ না পড়লে) তাদের প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও।’
( মুসনাদে আহমদ : ৬৭৫৬)।

সাত বছর বয়েসে নামাজের নির্দেশ দিতে হবে (নামাজের নিয়ম কানুন শিক্ষা দিয়ে নামাজের প্রতি আগ্রহী হরে তুলতে হবে) , ১০ বছর বয়েসে প্রহার করতে হবে (নামাজ পড়ার প্রতি জোর দিতে হবে না পড়লে শাসন করতে হবে) এবং বালেগ বা প্রাপ্তবয়স্কো হলে অবশ্যই নামাজ আদায় করতে হবে ( বলেগ হওয়ার পর নামাজ ফরজ হয়ে যায়)। বিভিন্ন আলামত প্রকাশ বা বয়স ১৫ হলে বালেগ হয়েছে বলে ধরে নেওয়া হবে।

ছেলে ও মেয়ে উভয়েরই বয়ঃপ্রাপ্ত হওয়ার সময় থেকে নামাজ ফরজ হয়। ছেলেদের বেলা এর নিদর্শন নানাভাবে প্রকাশিতো হয়। তন্মধ্যে স্বপ্নদোষ অন্যতম। মেয়েদের বয়ঃসন্ধির বিভিন্ন নিদর্শন আছে। প্রধান নিদর্শন হলো মাসিকস্রাব। এ নিদর্শন প্রকাশ হওয়ার পর নামাজ ফরজ হয়ে যায়।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment