ও মদিনাওয়ালা

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

মদিনাওয়ালা

🎙কথা ও সুরঃ

দেওয়ান মোঃ ছাইফুদ্দিন

ও মদিনাওয়ালা তুমি কামলিওয়ালা (৪)

যখন এসেছিলে ভবে

মুক্তির প্রাণ পেল সবে (২)

আসমানি বাণী দিয়ে

আসমানি বাণী দিয়ে

সাজালে ভুবন (ঐ)

সত্যের বাণী নিয়ে হাতে

ছড়িয়ে দিলে ধরাতে (২)

পথভুলা সব যালিমের

পথভুলা সব যালিমের

করিলে আসান (ঐ)

সমাজ বিনির্মাণে তুমি

করেছো আবাদ মরুভূমি (২)

খুন ঝরালে তায়েফে

খুন ঝরালে তায়েফে

উম্মতের লাগি (ঐ)

সবার সুখে তুমি সুখী

সবার দুঃখেও তুমি দুঃখী (২)

অনাহারীর আহারে

অনাহারীর আহারে

বিলিয়েছো সবি (ঐ)

ইশক নিদর্শনে তুমি

মাশুক পদতলে চুমি (২)

হৃদ মাঝারে বাঁধিবো

হৃদ মাঝারে বাঁধিবো

সব থেকে দামি (ঐ)

রওজায়ে আত্বহারে তুমি

বিষাদ মননে পড়ে আমি (২)

দাও সাড়া দাও হে প্রণয়ী

দাও সাড়া দাও হে প্রণয়ী

দীদার আলোক জ্বেলে (ঐ)

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment