একা নামাজ পড়লে সূরা-কিরা‘আত জোরে পড়তে হবে কি?

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

একাকী নামাযের কিরা‘আতের নিয়ম হলো, যে সকল নামাযের কিরা‘আত আস্তে পড়ার নিয়ম, যেমন- যোহর, আসর, সে সকল নামাযে কিরা‘আত আস্তেই পড়তে হয়, জোরে পড়ার অনুমতি নেই।

আর যে সকল নামাযে কিরা‘আত জোরে পড়ার নিয়ম, যেমন- মাগরিব, ইশা, ফজর, সে সকল নামাযে কিরা‘আত আস্তে বা জোরে পড়া ইখতিয়ার বিধান। তবে একাকী অবস্থাতেও জোরে পড়াই উত্তম।

কোনো উযর ব্যাতীতো ইচ্ছাকৃতো জামা‘আত তরক করা নাজায়িয এবং গুনাহর কাজ। কেনোনা, মসজিদে জামা’আতের সাথে নামায আদায় করা অন্যান্য মাযহাবে ফরজ এবং হানাফী মাযহাবের নির্ভরযোগ্য মত অনুযায়ী ওয়াজিব এবং তাতে সওয়াব ২৭ গুণ বেশী।

( ফাতাওয়া শামী ১: ৫৩৪, ‍হিদায়া ১:১১৫)

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment