একটা মেয়ে যৌ’নতা রিলেটেড একটা পেশার পরে সবচেয়ে বেশি যেভাবে নিজেকে অসম্মানিত করতে পারে তা হলো কোনো ছেলের গার্লফ্রেন্ড হয়ে। একটা ছেলে আপনাকে স্পর্শ করে (শারীরিক সম্পর্ক হলে তো হলোই), আপনার নানা অঙ্গভঙ্গি দেখে, গন্ধ শুঁকে, ন্যাকামো কথা শোনে আপনাকে প্রতিটা ওয়েতে ভোগ করছে!
কিসের বিনিময়ে?
কিছু “চাঁদ তারা এনে দেওয়া” ধরণের কথা, মাঝেমধ্যে কুমিরের কান্না আর কিছু গিফট দেওয়ার মাধ্যমে। সে আপনার দায়িত্ব নেয় না, আপনার নিরাপত্তা দেয় না, ধর্ম-সমাজের দৃষ্টি থেকে লুকিয়ে লুকিয়ে আপনাকে ভোগ করে, জা’হান্নামের পথে নিয়ে যায়, আপনাকে একটা পরিবার না দিয়ে নিজ পরিবারের বিরুদ্ধে নেয়।
আর, আপনি তাকে স্পর্শ, দৃষ্টি ও শ্রবণের মাধ্যমে দিচ্ছেন যৌ’নতৃপ্তি।
এর চেয়ে অসম্মানের আর কী হতে পারে? আপনাকে কেউ কেন বিয়ে করতে চাইবে? যে শুধু আকর্ষণীয় কথার মাধ্যমেই যৌ’নতা বিলি করে তাকে কে বিয়ে করতে চাইবে? কেন কেউ আপনাকে সন্তানের মা বানাতে চাইবে, যে মা হওয়ার কথা সন্তানের চোখে, পরিবার ও স্বামীর চোখে এক মহান নারী, যাকে প্রচন্ড সম্মান করতে ইচ্ছে হয়?
হে বোন, ঠিক কতটা নিচে নামলে নিচে নামা শেষ হবে?