✍ কৃতঃ আল্লামা আজিজুল হক আল কাদেরী (رحمة الله) ➡ মুনিয়াতুল মুছলেমীন [১ম খন্ড]
❏ মাসয়ালা: (১০৪)
আমরা সকলে আহলে তাওহীদ মু’মিন মুসলমান অর্থাৎ, যারা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই মু’মিন। তিনটি বস্তুর সমষ্টির নাম ঈমান।
১. জিহ্বা দিয়ে স্বীকৃতি প্রদান।
২. অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন।
৩. অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে আমল।
অর্থাৎ, মুখে কালেমা স্বীকার করা, অন্তর দিয়ে তা সত্য জানা ও আদেশ নিষেধ পালন করা। এ তিন কাজকে ঈমানের রুকন বলা হয়।
ঈমানের শর্ত সাতটি:
❏ মাসয়ালা: (১০৫)
১. নিজ ইচ্ছায় ঈমান আনা
২. ইলমে গায়েব যা তাকে আল্লাহর জন্য নির্দিষ্ট করা।
৩. বেহেশত ও দোযখ সত্য মানা
৪. আল্লাহ যে সকল বস্তুকে হালাল বলেছেন, তাকে হালাল বুঝা
৫. আল্লাহ পাক যে বস্তুকে হারাম বলেছেন তাকে হারাম বুঝা
৬. আল্লাহর রাগ ও আযাবকে ভয় করা
৭. আল্লাহর রহমতের আশা রাখা।