জিজ্ঞাসা–৯৮৯: আসসালামুআলাইকুম। ইশার নামাজের ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত থাকে?–shazib
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
ইশার ওয়াক্ত ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত থাকে। তথা সাহরীর ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত থাকে। তবে ইশার নামাজের উত্তম সময় হলো মধ্যরাত পর্যন্ত। বিশেষ কোনো ওযর ছাড়া মধ্যরাতের পরে ইশা পড়া মাকরূহ। অর্থাৎ, যদি কোনো ব্যক্তি বিশেষ কারণে ইশার নামাজ না পড়ে থাকেন তাহলে সুবহে সাদিকের আগ পর্যন্ত তিনি ইশার নামাজ পড়তে পারবেন। তখন তার নামাজ আদায় হয়ে যাবে মাকরুহের সঙ্গে।
হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
وَوَقْتُ صَلاةِ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ الأَوْسَطِ
আর ইশার ওয়াক্ত মধ্যরাত পর্যন্ত বিদ্যমান থাকে। (সহিহ মুসলিম ১৪১৯)
সহিহ মুসলিমের প্রখ্যাত ভাষ্যকার ইমাম নববী রহ. বলেন,
معناه وقت لأدائها اختيارا أما وقت الجواز فيمتد إلى طلوع الفجر الثاني لحديث أبي قتادة
‘এটা ইশার পছন্দনীয় ওয়াক্ত। বাকী রইল বৈধ ওয়াক্ত। তা ফজর পর্যন্ত প্রলম্বিত; আবূ কাতাদাহর হাদিসের কারণে…। (আলমিনহাজ, শরহু মুসলিম ৫/১১১)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী






Users Today : 1201
Users Yesterday : 1502
This Month : 10453
This Year : 149930
Total Users : 265793
Views Today : 5482
Total views : 3217595