সনদে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা-৪র্থ পর্ব
🖋কৃতঃ মহিউদ্দিন ফাহিম
আল্লামা জালাল উদ্দিন আল ক্বাদেরী রাহমাতুল্লহি আলাইহি পর্যন্ত সহীহ বুখারি শরীফের ২য়-সনদ:
১. হুজ্জাতুল্লাহি শায়খ ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারি রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
২. শায়খ মুহাম্মদ ইবনে ইউছুফ ইবনে মত্বর ফেরেবরী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৩. শায়খ মুহাম্মদ আব্দুল্লাহ সারাখসী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৪. শায়খ আবুল হাসান আব্দুর রহমান দাউদী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৫.শায়খ আবুল ওয়াক্ত আব্দুল আওয়াল সাজাযী হারাভী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৬.শায়খ হোসাইন ইবনে মোবারক যুবায়দী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৭. শায়খ আবুল আব্বাস আহমদ হাজ্জার রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৮. শায়খ ইবরাহীম তানুখী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
৯.শায়খ ইবনে হাজর আসক্বালানী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১০. শায়খ আবু ইয়াহইয়া জাকারিয়া আনসারী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১১. শায়খ নজম মুহাম্মদ ইবনে আহমদ গায়ত্বী
রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১২. শায়খ আবু নাজা সালেম সানহুরী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১৩.শায়খ আলা উদ্দিন মুহাম্মদ বাবেলী মিসরী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১৪. শায়খ আব্দুল্লাহ ইবনে সালেম বসরী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১৫. শায়খ ঈদ নামরাসী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১৬. শায়খ মুহাম্মদ ইবনে সালেম হাফনী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১৭. শায়খ শারক্বাভী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১৮. শায়খ সাভী খিলাওয়াতী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
১৯. মক্কা মুকাররমার মুফতিয়ে আহনাফ শায়খ সৈয়্যদ মুহাম্মদ ইবনে সৈয়্যদ হোসাইন কুতুবী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
২০. মসজিদের হারাম শরীফের ইমাম, শায়খ সৈয়্যদ মুহাম্মদ সালেহ কুতুবী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
২১. আল্লামা সৈয়্যদ মুহাম্মদ মক্কী কুতুবী খিলাওতী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
২২.আল্লামা শায়খুল কুল মাওলানা মুহাম্মদ গুল কাবূলী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
২৩. সদরুল আফাযিল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ নঈম উদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
২৪. শায়খুল হাদীস আল্লামা সৈয়্যদ মুহাম্মদ নুরুচ্ছফা নঈমী রাহমাতুল্লহি আলাইহি, উনার থেকে শুনেছেন,
২৫. খতীবে বাঙ্গাল, অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আলক্বাদেরী রাহমাতুল্লহি আলাইহি।
আমীন, বিহুরমাতে সাইয়্যিদিল মুরসালিন।
(চলবে )





Users Today : 332
Users Yesterday : 759
This Month : 5366
This Year : 177237
Total Users : 293100
Views Today : 4497
Total views : 3459610