সুনান ঈসফাহানীর মধ্যে স্পষ্ট হাদীস।
হযরত জাবের (رضي الله عنه) হতে বর্ণিত। কোন মুসলমান কলেমা পড়ার পরে যদি সে আহলে বাইয়াত কে ভালো না বাসে রাসূল (ﷺ) বলেন তাকে আমিও ভালবাসবনা এবং তার উপর আল্লাহর লানত।


ইয়াজিদ বদর যুদ্ধে তার দাদাকে হত্যার প্রতিশোধ হিসাবে ইমাম হুসাইন (আঃ) কে শহীদ করলঃ
▶ইয়াজিদ লানাতুল্লাহি বলেছিল,
আজকে আমি হুসাইন (আঃ) কে কতল করে বদর যুদ্ধের প্রতিশোধ নিলাম ( নাউজুবিল্লাহ) যে যুদ্ধে আমার দাদা কে রাসুলুল্লাহ (ﷺ) কতল করেছিলেন আজকে তার বদলা নিলাম (নাউজুবিল্লাহ)
[আল্লামা আলুসী বাগদাদীঃ রুহুল মাআনি ২৫ তম খন্ড]
▶শুধু তা নয় এই ইয়াজিদের হুকুমে,
মদীনা শরীফেও হামলা করেছিল। কি ভাবে একজন মুসলমান তার ইমানের উপর হামলা করতে পারে? অনেক সাহাবী শত শত হাফেজে কুরআনকে শহীদ করল। [ইমাম ইবনে কাসীরঃ আল-বেদায়া ওয়ান নেহায়া]
তার পরেও কি আমরা তাকে মুসলমান বলতে পারি।










Users Today : 150
Users Yesterday : 767
This Month : 14572
This Year : 186443
Total Users : 302306
Views Today : 1787
Total views : 3578530