ইমাম হুসাইন (আলাইহিস সালাম) এর শানে হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) এর আসধারন উক্তিঃ

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

সাইয়্যুদুশ শোহাদা, ইমামে আকবর, জান্নাতী যুবকদের সরদার ইমাম হুসাইন (আলাইহিস সালাম) এর শানে সুলতানুল হিন্দ হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দীন চিশতী আজমিরী (রাঃ) এর একটি আসধারন উক্তিঃ

“শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন।”

♥ [সম্রাট হচ্ছেন হুসাইন। বাদশাহ্ হচ্ছেন হুসাইন]

দ্বীন আস্ত হুসাইন, দ্বীন পানাহ আস্ত হুসাইন।”

♥ [দ্বীন (ইসলাম) হচ্ছেন হুসাইন। দ্বীনের আশ্রয় হচ্ছেন হুসাইন]

সারদ্বাদ নাদ্বাদ, দাস্ত দ্বারে দাস্ত ইয়াজিদ।”

♥ [যিনি শির দিয়েছেন কিন্তু ইয়াজিদের হাতে হাত রাখেননি (বাইয়াত হননি)]

হাক্বকা কে বিনা লা-ইলাহা আস্ত হুসাইন।”

♥ [প্রকৃতপক্ষে লা-ইলাহা কলেমার ভীত/বুনিয়াদ হলেন হুসাইন]

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment