কৃতঃ আল্লামা আজিজুল হক আল কাদেরী (رحمة الله) ➡ মুনিয়াতুল মুছলেমীন [১ম খন্ড]
❏ মাসয়ালা: (১৫২)
মৃতের ওসীয়ত ব্যতিত তার সম্পদ থেকে ব্যয় করা এটি তার ওয়ারিশদেরকে সম্পদ হতে বঞ্চিত রাখা। এটি যেন না হয়। বিশেষত: নাবালেগ ছেলে-মেয়েদের প্রতি খেয়াল রাখা আবশ্যক। যদিওবা কোন প্রকার নফল দান-খয়রাত করতে চায়, তা বালেগগণ তাদের পক্ষ হতে করবে।
❏ মাসয়ালা: (১৫৩)
ইছালে ছাওয়াবের উদ্দেশ্যে খানা খাবানো, টাকা-পয়সা দান করা, কাউকে কাপড় দেওয়া, কুরআন শরীফ খতম পড়ানো। আর যদি এ সমস্ত কিছু করার সামর্থ না হয় তাহলে কেবল সূরায়ে আল্-হামদু শরীফ, সূরায়ে ইখলাস শরীফ কিংবা কালেমা শরীফ ইত্যাদি পাঠ করে মৃতের আত্মীয় হউক কিংবা অন্য কেউ হউক, বুযুর্গ হউক অথবা নেক্কার আলেম ফাজেল কিংবা বাচ্ছা সকলের জন্য ছাওয়াব পৌঁছানো যাবে। এ সমস্ত কিছু করা জায়েজ।
❏ মাসয়ালা: (১৫৪)
যদি মৃতের উপর কারো পাওনা থাকে তাহলে মৃতের সম্পদ হতে কিংবা মৃতের আত্মীয়ের পক্ষ অথবা পাওনাদারের নিকট হতে মাফ করে নেওয়া আবশ্যক এবং মৃতকে কর্জ হতে মুক্ত করে দিতে হবে।