আল্লাহ সম্পর্কে আহলে হাদীসের ঈমানবিধ্বংসী আকিদা
ড. এ. এস. এম. ইউসুফ জিলানী
——————+++—————
আল্লাহর ওজনের ভারে কুরসী মড়মড় শব্দ করে!
—————–
গায়রে মুকাল্লিদ, আহলে হাদীস দেওবন্দি ওহাবীদের নেতা ওয়াহীদুজ্জামান
وَسِعَ كُرْسِيُّهُ السَّمَوَاتِ وَالْأَرْضَ (তাঁর কুরসী আসমানসমূহ ও যমীনব্যাপী)-এর ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন-
جب وہ کرسی پر بیٹھتا ہے تو چار انگلی بھی بڑی نہیں رہتی ہے۔
অর্থাৎ “যখন তিনি কুরসীতে বসেন তখন তা চার আঙ্গুল পরিমাণও বড় থাকে না। এবং তাঁর ভারে তা মড়মড় শব্দ করে। [ কোরআন পাকের অনুবাদ। কৃত: মৌলভী ওয়াহিদুষ্যমান]
আরশ-ই মু’আল্লা মড়মড় করে
ওহাবীদের ইমাম মৌং ইসমাঈল দেহলতী তার লিখিত কিতাব ‘তাকৃতিয়াতুল ঈমান’-এও আল্লাহ তা’আলার মহানত্বে আরশ মড়মড় শব্দ করে বলে লিখেছে-
اللہ کی بہت بڑی شان ہے کہ سب الحیاء اور اولیا ، اس کے روبرہ ایک ازہ سے بھی کمتر ہیں۔ سارے آسمان اور زمین کو عرش اس کا قبہ کی طرح گھیر رہا ہے ، اور باوجود اس بڑائی کے اس شہنشاہ کی عظمت نہیں تھام ۔ بلکہ اس کی عظمت سے چرچر بولتا ہے۔ سو کسی خلوق کی کیا طاقت اس کی بڑائی کا بیان کر سکے۔ تقویۃ الایمان مطور (بل)
“অর্থাৎ আল্লাহর অনেক বড় মর্যাদা যে, সমস্ত নবী ও ওলী তাঁর সামনে অপ্রয়োজনীয় বাজে অণু থেকেও নিকৃষ্ট। সমস্ত আকাশ ও ভূ-মÐল আরশকে এর গম্বুজের মত বেষ্টন করে রেখেছে। আর ওই শ্রেষ্ঠত্বের কারণে ওই রাজাধিরাজের মাহাত্ম্য ধরে রাখতে পারে না। তাই ওই মাহাত্ম্যে (আরণ) মড়মড় শব্দ করে। কোন সৃষ্টির নিকট কী সামর্থ্য আছে যে, ওই শ্রেষ্ঠত্বের বর্ণনা করতে পারে?”[তাকুভিয়াতুল ঈমান, দিল্লীতে মুদ্রিত]
ড. এ. এস. এম. ইউসুফ জিলানী, ঢাকা
১৩/০৩/ ২০২৪ ইং