পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
যুন্ নূন আল-মিসরী (রাহ.) বলেন,
“আমরা পূর্ববর্তী আলিমদের দেখেছি যে, তাঁদের ইলম যতো বৃদ্ধি পেতো, দুনিয়ার প্রতি তাঁদের বিরাগ ও অনীহা ততোই বাড়তো। কিন্তু আজকাল দেখি, ইলম যতো বেশি বাড়ে, দুনিয়ার প্রতি তাঁদের আগ্রহ ও লালসা ততোই বৃদ্ধি পায়।
আগে দেখেছি, লোকেরা ইলমের জন্য অর্থকড়ি ব্যয় করতো। এখন দেখি, ইলমকেই অর্থকড়ি উপার্জনের মাধ্যমে পরিণত করেছে।
আগে দেখা যেতো, ইলমের তালিবগণের যাহির (বাহ্যিক দিক) ও বাতিন (অভ্যন্তরীণ দিক) দুটিই অধিক পরিশুদ্ধ হতো। আজকাল তুমি আলিমগণের অনেকের যাহির ও বাতিন দুটিকেই কলুষিত দেখতে পাবে।”
(ইবনুল হাজ্জ, আল-মাদখাল)