আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহঃ) এর স্মরণেঃ

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

একনজরে আলা হযরত
(1) আলা হযরত ইংরেজি 1856 সালে 14 জুন শনিবারের দিন জন্মগ্রহণ করেন ।
(2) আলা হযরত 1921 সালে 28 অক্টোবর জুম্মার দিন 68 বছর বয়সে দুপুর দুটো 38 মিনিটে এন্তেকাল করেন ।
(3) তাঁর পিতার নাম মুফতী নাকি আলী খান
(4) তাঁর পিতামহের নাম মুফতী রেজা আলী খান ।
(5) আলা হজরত মাত্র চার বছর বয়সে দেখে দেখে কোরআন শরীফ পড়া সমাপ্ত করেন ।
(6) আলা হযরত মাত্র 6 বছর বয়সে নবী দিবস উপলক্ষে এক বিশাল জনসভায় দীর্ঘক্ষন বক্তব্য রাখেন ।
(7) আলা হযরত মাত্র আট বছর বয়সে আরবী ব্যাকরণ এর বিখ্যাত কিতাব হেদায়াতুন্নাহু এর আরবীতে ব্যাখ্যা লিখেন ।
(8) আলা হযরত মাত্র 14 বছর বয়সে ফারাগাত লাভ করেন ।
(9) আলা হযরত 1877 খ্রীষ্টাব্দে প্রথম হজ আদায় করেন ।
(10) আলা হযরত মাত্র 30 দিনের মধ্যে কোরআন শরীফ মুখস্থ করেছিলেন ।
(11) আলা হযরত 1875 খ্রিস্টাব্দে বিবাহ করেন ।
(12) আলা হযরত মক্কা শরীফে থাকাকালীন মোট 160 কেজি যমযম পানি পান করেন ।
(13) আলা হযরত মক্কা শরীফে পৌনে তিন মাস অবস্থান করেন ।
(14) আলা হযরত 1322 হিজরীতে দারুল উলুম মানযারে ইসলাম প্রতিষ্ঠা করেন ।
(15) আলা হযরত একশ কুড়িটি বিদ্যার অধিকারী ছিলেন ।
(16) আলা হযরত 1911 সালে কোরআন শরীফের অনুবাদ কানযুল ঈমান প্রণয়ন করেন।
(17) আলা হযরত কাবা শরীফে সাম্মানিক ইমামতি করেন ।
(18) আলা হযরতের মক্কা শরীফ ও মদীনা শরীফে মোট 35 জন খলিফা ও শিষ্য ছিলেন।
(19) আলা হযরতের অখন্ড ভারতে মোট 66 জন খলিফা ছিলেন ।
(20) আলা হযরত কমবেশি দেড় হাজার কিতাব লিখেন ।
(21) আলা হযরত জাগ্রত অবস্থায় আল্লাহর রাসূলকে স্বশরীরে দেখেন ।
(22) প্রতি বছর সফর চাঁদের 23 24 ও 25 তারিখ আলা হযরতের উরস মোবারক অনুষ্ঠিত হয়ে থাকে ।
(রাদিয়াল্লাহু তা’আলা আনহু )

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment