আরোগ্য লাভের দোয়াঃ

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

আরোগ্য বা শিফার জন্য দোয়াঃ

★ হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-কোন মুসলমান রোগি দর্শনে গিয়ে এই দুআ- 

أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ 

[অর্থাৎ আমি পার্থনা করছি মহান আরশের অধিপতি মহান আল্লাহ তায়ালা তোমাকে সুস্থ্য করে দিন] 
→ ৭ বার পাঠ করলে তার মৃত্যু অবধারিত না হয়ে থাকলে অবশ্যই সে সুস্থ্য হয়ে যাবে।

{সুনানে আবু দাউদ, হাদিস নং-৩১০৮, সুনানে তিরমিযী, হাদিস নং-২০৮৩}


হাদীসে শরীরের ব্যাথার চিকিৎসাঃ

★ আবু আব্দুল্লাহ উসমান ইবনে আ’স হতে বর্ণিত,রাসুলুল্লাহ (দ:) বলেছেন- “তুমি তোমার দেহেরব্যথিত স্থানে হাত রেখে তিনবার ‘বিসমিল্লাহ’এবং সাতবার”’ আউযু বিইযযাতিল্লাহি ওয়া ক্কুদরাতিহী মিনশাররি মা আজিদু ওয়া উহাযিরু’ বল।” অর্থাৎ, আল্লাহর ইজ্জত এবং কুদরতের আশ্রয়গ্রহন করছি, সেই মন্দ থেকেযা আমি পাচ্ছি এবং যা থেকে আমি ভয় করছি।[মুসলিমঃ৫৭৩৭]রোগ থেকে দ্রুত আরোগ্য প্রাপ্তির দোয়াঃ

★ আল্লাহুম্মা রাব্বান নাছি মুযহিবাল বাছি – ইশফি আনতা শাফি – লা শাফি ইল্লা আনতা শিফা’ন লা ইয়োগাদিরু আনাস (রাঃ) বলেছেন, রাসূল (সাঃ) অসুস্থ ব্যাক্তিদের উপর এই দোয়া পড়ে ফু দিতেন। অসুস্থ ব্যাক্তি দ্রুত আরোগ্য লাভ করতো। (বুখারী শরীফ খন্ড-২ পৃষ্ঠা-৮৫৫)ব্যাথা উপশমের দোয়াঃ

★ আউযুবি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শার’রি মা আজিদুহযরত উসমান (রাঃ) একবার ব্যাথার যন্ত্রনায় কাতড়াচ্ছিলেন। রাসূল বললেন, আপনি ডান হাত দিয়ে ব্যাথার স্থান বুলানোর সময় এই দোয়া সাতবার পড়ুন। ব্যাথা ধীরে ধীরে কমে যাবে। (সুনান আবু দাউদ,খন্ড-২ পৃষ্ঠা-৫৪৩)

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment