আযানের সময় কুকুর ডাকে কেন?

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

#প্রশ্নঃআজানের_সময়_কুকুর_ডাকেকেন..?

উত্তরঃআজানের সময় দেখা যায় আকাশের দিকে মুখ উঁচু করে কুকুরগুলো ডেকে ওঠে। অনেকেরই মনে প্রশ্ন জাগে আজানের সময় কুকুরগুলো কেন ডাকে.?

এ প্রশ্নের উত্তর রয়েছে প্রিয় নবী (নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)’র হাদিসে শরীফে।

”আজান দিলেই কুকুরগুলো ডেকে উঠে এর কারণ আজানের শব্দ শুনে শয়তান বায়ু ত্যাগ করতে করতে পালায়ন করে।

”-বুখারী, মুসলিম, মিশকাত হা/৬৫৫।

মোরগ ফেরেস্তা দেখলে ডাকে।

-সহীহ মুসলিম।

গাধা শয়তান দেখলে চিৎকার করে।

-সহীহ মুসলিম।

কুকুর ও গাধা অনিষ্ট সৃষ্টিকারীদের (তথা জিন-শয়তান) দেখে চিৎকার করে।

-আবু দাউদ মিশকাত।

আজানের শব্দ শুনে শয়তানকে বায়ু ত্যাগ করতে করতে পলায়নরত অবস্থায় দেখে কুকুরগুলো ডাকতে থাকে।

প্রিয় নবী (নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)’র সাহাবী হযরত জাবির (রদ্বিঃ) হতে বর্ণিত,তিনি বলেন,আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি , তিনি বলেন,

“যখন তোমরা রাত্রে কুকুরের চিৎকার এবং গাধার ডাক শুনতে পাবে তখন আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান হতে পানাহ্ চাইবে।

কেননা,ওরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাওনা। “

-(মিশকাত শরীফ, পৃষ্ঠা-৩৭৩)।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment