আযানের ফযীলত সম্বলিত কয়েকটি বরকতময় হাদীস

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

আযানের ফযীলত সম্বলিত কয়েকটি বরকতময় হাদীস

(১) কবরে পোকামাকড় থাকবে না

“সাওয়াব অর্জনের  উদ্দেশ্যে আযান দাতা ঐ  শহীদের মত  যে  রক্তে  রঞ্জিত  আর   যখন  সে  মৃত্যুবরণ   করবে কবরের মধ্যে  তার  শরীরে পোকা ধড়বে না (পচন ধরবে না)।”
★ আল মুজামুল    কবীর   লিত   তাবারনী,   ১২তম   খন্ড,    ৩২২ পৃষ্ঠা, হাদীস-১৩৫৫৪

(২) মুক্তার গম্বুজ

“আমি   জান্নাতে  গেলাম।  এতে  মুক্তার   গম্বুজ  দেখতে পেলাম   আর     এর   মাটি   মেশকের   ছিলো।      জিজ্ঞাসা করলাম: হে জিব্রাঈল!  এটা কার জন্য?  আরয  করল:  আপনার   صَلَّی  اللّٰہُ  تَعَالٰی  عَلَیْہِ   وَاٰلِہٖ  وَسَلَّم   উম্মতের মধ্যে মুয়াজ্জিন  ও ইমামদের  জন্য।” 
★ আল জামিউস  সগীর লিস সুয়ূতী, ২৫৫ পৃষ্ঠা, হাদীস-৪১৭৯

(৩) পূর্ববর্তী গুনাহ মাফ

“যে   (ব্যক্তি)  পাঁচ   ওয়াক্ত   নামাযের   আযান  ঈমানের  ভিত্তিতে সাওয়াবের নিয়্যতে  দিল তার যে সমস্ত  গুনাহ পূর্বে  সংঘটিত  হয়েছে   তা  ক্ষমা  হয়ে  যাবে।  আর    যে (ব্যক্তি)  ঈমানের ভিত্তিতে  সাওয়াবের  নিয়্যতে নিজের সাথীদের  পাঁচ   ওয়াক্ত   নামাযের ইমামতি করবে  তার পূর্ববর্তী   গুনাহ ক্ষমা করে দেয়া   হবে।” 
★ আস সুনানুল কুবরা লিল বায়হাকী, ১ম      খন্ড,   ৬৩২ পৃষ্ঠা,  হাদীস-২০৩৯

(৪) শয়তান ৩৬ মাইল দূরে পালিয়ে যায়

“শয়তান  যখন নামাযের  উদ্দেশ্যে   প্রদত্ত আযান  শুনে  তখন পালিয়ে রোহা চলে যায়।” 
বর্ণনাকারী বলেন:   মদীনা  শরীফ থেকে রোহা ৩৬ মাইল দূরে অবস্থিত।
★ মুসলিম, ২০৪ পৃষ্ঠা, হাদীস-৩৮৮

(৫) আযান দোয়া কবুল হওয়ার মাধ্যম

“যখন  মুয়াজ্জিন আযান  দেয়  তখন আসমানের  দরজা খুলে      দেয়া     হয়    এবং    দোয়া    কবুল      হয়।”   
★ আল   মুসতাদরাক    লিল     হাকিম,     ২য়    খন্ড,    ২৪৩     পৃষ্ঠা,  হাদীস-২০৪৮

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment