আমীরে মুয়াবিয়া (রা.) সম্পর্কে ইমাম ইবনে হাজার আসকালানী (রহ.)’র বক্তব্য

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

কিংবদন্তি হাদীস বিশারদ ৩ লক্ষ হাদিসের হাফেজ শায়খুল ইসলাম ইমাম ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহুল বারী স্বীয় যুগশ্রেষ্ঠ বুখারীর ব্যাখ্যাগ্রন্থ ‘ফতহুল বারী’ শরীফে উল্লেখ করেন যে,ইমাম বুখারী আলাইহির রাহমা উনার অমর গ্রন্থ ‘সহিহ বুখারী’ তে আমিরে মুয়াবিয়া রা: এর যতটুকু আলোচনা এনেছেন তা রাফেযীদের মস্তিষ্ক বিগড়ে দেয়ার জন্য যথেষ্ঠ।

(অর্থাৎ,আমিরে মুয়াবিয়ার রা: ব্যাপারে যারা বৈরি মনোভাব নিয়ে কথা বলে, সেসব লুকায়িত রাফেযীরা যেসব প্রোপাগ্যান্ডা চালায়, তার বিপরীতে সাহাবী আমিরে মুয়াবিয়া রা: এর স্বস্থানে যথেষ্ঠ মর্যাদা রয়েছে।)

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment