আমিরে মুয়াবীয়া (রা.) থেকে বর্ণিত হাদিস সংখ্যা কত?

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

নব্য শীয়াদের চিনে রাখুন। তারা যে হজরত আমিরে মুয়াবীয়া (রাদ্বিয়াল্লাহু আনহু)-কে নিয়ে এত গালাগালি করে তাদের জেনে রাখা উচিত জগৎশ্রেষ্ঠ লাখ লাখ হাদিসের হাফেজ ও মুহাদ্দিসগণ তাঁকে সাহাবী হিসেবে সম্মান করতেন, মানতেন। সেজন্যই হজরত আমিরে মুয়াবীয়া (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে অসংখ্য হাদিস ওনারা নিজ নিজ কিতাবে বর্ণনা করেছেন। তাঁর থেকে বর্নিত হাদীসের সংখ্যা –

(১) সহিহুল বুখারী – ৩২,

(২) সহিহ মুসলিম – ৩২,

(৩) সুনানে আবু দাউদ – ৩১,

(৪) জামে তিরমিজী – ১৬,

(৫) সুনানে নাসাঈ – ৪১,

(৬) ইবনে মাজাহ – ১৮,

(৭) সহিহ ইবনে খুজায়মাহ – ২৪,

(৮) সহিহ ইবনে হিব্বান – ৪১,

(৯) মুস্তাদরাক আল হাকীম – ৪৭,

(১০) আল-মুয়াত্তায়ে ইমাম মালীক – ১৩,

(১১) সুনানে নাসাঈ – ৮৯,

(১২) মুসনাদে আহমাদ – ১১১।

©তথ্যঃ ইমরুদ্দিন রেজভী, সম্পাদনাঃ মাসুম বিল্লাহ সানি।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment