আবে কাউছার বা কাউছারের পানি হলো- জান্নাতের এমন এক নদী বা ঝর্ণার পানি, যেই পানি হবে দুধের চেয়ে সাদা, সুগন্ধি হবে মেশ্ক আম্বরের চেয়ে অধিক। পানপাত্র হবে আকাশের নত্ররাজির সমান। যে ব্যক্তি একবার কাউছারের পানি পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। সর্বপ্রথম হাশরের ময়দানে নবীজি তাঁর প্রিয় উম্মতদেরকে দেখে দেখে হাউজে কাউছার থেকে আবে কাউছার পান করাবেন। কোন মুরতাদ ও বিদআতীদেরকে আবে কাউছার পান করাবেন না।
এ প্রসঙ্গে পবিত্র কোরআন মজিদে এরশাদ হচ্ছে-
ان اعطينك الكوثر-
হে হাবিব! নিশ্চয়ই আমি আপনাকে কাউছার দান করেছি।
এখানে কাউছার শব্দের বহু অর্থ রয়েছে। তন্মধ্যে একটি অর্থ হলো আবে কাউছার। এ আয়াতে কারীমার ব্যাখ্যায় তাফসিরে জালালাইন শরীফে বলা হয়েছে-
الكوثر هو نهر فى الجنة او هو حوضه ترد عليه امته-
অর্থ: কাউছার হচ্ছে জান্নাতে অবস্থিত একটি ঝর্ণা বা নদী। অথবা একটি হাউজ বা জলাধার। যেখানে উম্মতে মোহাম্মদীগণ আবে কাউছার পান করার জন্য সমবেত হবে।
হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে-
قال عبد الله بن عمرو رضى الله تعالى عنه قال النبى صلى الله عليه وسلم حوضى مسيرة شهر ماؤه ابيض من اللبن وريحه اطيب من المسك وكيزانه كنجوم السماء من شرب منها فلا يظمأ ابدا- (بخارى)
অর্থ: হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার হাউজ হবে একমাসের রাস্তার দুরুত্ব পর্যন্ত প্রসারিত। তার পানি দুধের চেয়ে শুভ্র, সুগন্ধি মেশ্ক আম্বরের চেয়ে অধিক উত্তম এবং পানপাত্র আকাশের নত্ররাজির সমান। যে ব্যক্তি ইহা থেকে একবার পান করবে, সে আর কখনো পিপাসিত হবে না। (বুখারি)





Users Today : 229
Users Yesterday : 767
This Month : 14651
This Year : 186522
Total Users : 302385
Views Today : 10711
Total views : 3587454