অনেক সময় কোনও কারণ ছাড়াই কেউ কেউ মানসিক চাপের মধ্যে থাকেন। পরিশ্রম করেও আর্থিক কষ্ট পিছু ছাড়ে না বা অসুখ বিসুখ চলতেই থাকে। হতে পারে কেউ আপনার উপর কালা জাদু করেছে।
কোনও কোনও পরিবারে অনেক সময় দেখা যায় হাজার চেষ্টা করেও খারাপ সময় কিছুতেই পিছু ছাড়ে না। বারবার পরিবারের কোনও না কোনও সদস্য অসুস্থ হয়ে পড়তে থাকে বা পরিশ্রম করেও আর্থিক সমস্যা চলতেই থাকে, বড় কোনও কারণ ছাড়া পরিবারে অশান্তি কলহ লেগে থাকে। একের পর এক বিপর্যয়ের মধ্যে দিয়ে চলতে থাকে ওই পরিবার। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার সঙ্গেও যদি এমন ঘটনা বারবার ঘটতে থাকে, তাহলে হতে পারে আপনার উপর কেউ কালা জাদু করেছে।
কালা জাদুর প্রভাব
যদি কোনও ব্যক্তির উপর কালা জাদু করা হয়ে থাকে, তাহলে তিনি মানসিক ভাবে অস্থির থাকবেন। কোনও কারণ ছাড়াই আচমকা তাঁর হার্টবিট বেড়ে যাবে। সেই ব্যক্তি মানসিক ভাবে দুর্বল হয়ে পড়বেন এবং সুস্থ ভাবে চিন্তাভাবনা করার শক্তি হারাবেন। এরা রাতে শুয়ে ভয়ংকর সব স্বপ্ন দেখে। একা থাকতে বেশি ভালোবাসে। ক্ষুধা ও তৃষ্ণা বোধও অনেকটা কমে যায় এই সময়। এর পাশাপাশি যে বাড়িতে কালা জাদু করা হয়, সেখানে তুলসী গাছ শুকিয়ে যায়।
কালা জাদু দূর করার বাস্তু টিপস
কোনও মন্দিরে গিয়ে হাতে একটি এক টাকার কয়েন ও এক মুঠো চাল নিয়ে মনে মনে নিজের সমস্যার কথা জানান এবং মন্দিরের এক কোণে এই জিনিসগুলি রেখে দিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসুন। এর ফলে কালা জাদুর প্রভাব আপনার উপর থেকে সরে যাবে।
শুক্রবার পুজো করুন
কালা জাদু দূর করতে শুক্রবার বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি জলপূর্ণ পেতলের কলস রাখুন। এরপর এর গায়ে কেশর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। সব শেষে একটি এক টাকার কয়েন এর মধ্যে ফেলে দিন। এর ফলে আপনার পরিবার কালা জাদুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবে।
ঘরের দরজায় প্রদীপ জ্বালান
প্রতিদিন সন্ধেবেলা পুজো করে একটি চতুর্মূখী প্রদীপ বাড়ির মূল দরজার এক কোণে রেখে দিন। এর মধ্যে একটি এক টাকার কয়েন রাখুন। এর ফলে বাড়ি থেকে সব অশুভ শক্তি সরে যাবে।
পকেটে ময়ূরের পালক রাখুন
কালা জাদু থেকে বাঁচতে সব সময় নিজের পকেটে একটি ময়ূরের পালক রেখে দিন। এর ফলে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে এবং অশুভ শক্তি কোনও ক্ষতি করতে পারবে না।