আগুনের ঝলক

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

আগুনের ঝলক

কবিঃ কাজী আহমদ এয়ার খান নাহিয়ান

—————- 

দ্রোহীদের যত প্রথা,দ্রোহময় যত কথা,

বলবে তাদের স্বর

নরক আগুন-ঝলক জ্বলবে অধর-উষ্ঠ ‘পর।

রয়ে গেছে ঋণ-প্রেমময় দ্বীন,দয়াল নবির ﷺ বাণী

নবিﷺ যবে এসে,মুচকি হেসে,দেন-দয়ার পলকখানি।।

পেলে তাঁর দান-উত্থাল প্রাণ,সাহস গিরির সম্

দুর্জয় কেউ-বারিধির ঢেউ,তেজ যার অনুপম।।

নবিদ্রোহী যারা,পথহারা তারা,কলুষ জীবন-মৃত্যু বিফল

গরিবের হৃদে কষ্ট দিয়ে তাই,হাসে তারা খলখল।।

ধূর্ত শিয়াল,মূর্খ তবু- কুমিরের বাছা পড়ায়

শিক্ষার ছলে,শিকার ধরে, ধর্মের নামে তায়।।

ভন্ডরাই অন্ধ সেজে নেয় জনতার চোখ

তাইতো জনতা পায়না দেখতে দ্রোহীদের সেই রোখ।

মানবতা- উদারতা যার নেই, মুসলিম নয় সে

মানুষ না হলে পশু হয়ে থাক,অমানুষ হোস কিসে?

পশুদের রূপ ধরে করে তারা পশুদের অপমান

হাশরের মাঠে,জীবনের পাঠে- কীর্তি সবি আজ আন।।

শয়তান যেমনি খোদার সনে তর্ক করেছে তায়-

যুক্তিবাদী তার্কিক সে- ধূকে আজও মরে যায়।

আদমের(আ) অপমান? শয়তান স্বর্গ হতে নামে নিচু স্থানে

নবিজীরﷺ  বিদ্বষ করিলে বেহেস্তিরেও দোযখে টানে।।

                    সাবধান!! সাবধান!

কাউকে তুচ্ছ করে করিস না মানবের অপমান।।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments