ড. এ. এস. এম. ইউসুফ জিলানী
…………….
দেওবন্দী ওহাবীদের ইমাম ও নাম সর্বস্ব কাসেমুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলভী কাসেম নানুতভী লিখেছে-
انبیاء اپنی امت سے ممتاز ہوتے ہیں تو علوم ہی میں ممتاز ہوتے ہیں باقی رہا عمل، اس میں بسا اوقات بظاہر امتی مساوی ہو جاتے ہیں بلکہ بڑھ جاتے ہیں۔
নবীগণ তাঁদের উম্মত থেকে স্বতন্ত্র হন। তাও হন জ্ঞানে। বাকী রইলো আমল। এতে অনেক সময় বাহ্যত উম্মত সমান হয়ে যায় বরং উম্মতগণ নবীগণ থেকে আগে বেড়েও যায়। [তাহযীরুন্নাস, পৃ. ৫, কুতুবখানা রহীমিয়া দেওবন্দ]
নানুতুবী সাহেবের এ আক্বীদাও কোরআন হাদীসের স্পষ্টভাবে বিরোধিতা করছে। কোরআনে পাকে আল্লাহ্ তা’আলা এরশাদ করছেন-
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى
এবং নিশ্চয় আপনার জন্য পরবর্তী পূর্ববর্তী অপেক্ষা উত্তম। [সূরা আদ্ব-দ্বোহা, আয়াত-৪]
হাদীস শরীফেও এ মাসআলা রয়েছে যে, যে ব্যক্তি কাউকে নেক আমল শিক্ষা দেবে এবং যে ওই নেক আমল করে, তখন যতটুকু সাওয়াব ওই নেক আমলকারী পাবে, তত পরিমাণ সাওয়াব ওই নেক আমল শিক্ষাদাতাও পাবেন। এ মাস্আলার আলোকে ক্বিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী, যে কোন নেক আমলই করবে, যতটুকু সাওয়াব উম্মতের মধ্যে নেক কাজ সমাধাকারীরা পাবে, ততটুকু সাওয়াব আমাদের আক্কা ও মাওলা, আমাদের মহান দিশারী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম-এর আমলনামা শরীফে জমা হবে। কেননা, সব নেকী বাতলিয়েছেন মাহবুকে খোদা সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম। তাই উম্মতের কোন আমল নবী হতে কখনও বেড়ে যেতে পারে না।
[চলবে]
……………………
ড. এ. এস. এম. ইউসুফ জিলানী
15/ 09/ 2023 ইং