পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
সাহাবায়ে কেরাম হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম)- এর কাছে আরজ করলেন, কোন কোন সময় আমাদের কোন জিনিসের আকাংখা হয়, কিন্তু পয়সা না থাকার কারনে সে জিনিস লাভ করতে পারি না, এতে কি আল্লাহ্ পাকের কাছে প্রতিদান পাওয়া যাবে? হুজুর পাক (সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম)-এরশাদ করেছেন- এটার উপরও ছওয়াব না হলে তো আবার কোনটার উপর ছওয়াব হবে?
হযরত যেহাক (রহঃ) বলেন, যদি কোন ব্যক্তি বাজারে যায়, আর কোন জিনিস দেখে খেতে ইচ্ছে করে, কিন্তু পকেট খালী থাকায় ক্রয় করতে না পেরে ছওয়াবের আশায় সবর করে, তাহলে সে এক লক্ষ দিরহাম দান করার চেয়েও বেশী ছওয়াব পাবে।
সুত্র: তাম্বীহুল গাফেলীন