হে মুমিনের জননী”
[লেখক :: আরিফ ওয়াকিজ]
১০ রমজান মা খদিজাতুল কুবরা রাঃ’র ওফাত দিবস ,

খাতুনে জান্নাত নূরের জালওয়া
ইয়া সৈয়্যদায়ে কুবরা,
কামলী ওয়ালার বিছান পাটি
মাগো তোমার হুজরা।
উম্মুল মুমেনিন জাওজায়ে রাসুল
খাদিজা তৈয়্যবা তাহেরা,
তোমার কোলে তশরিফ হলেন
আম্মা ফাতেমা জাহারা।
মুনিব প্রেমে মাল ও দৌলত
চরণে করিলা কোরবান,
হাশরের কালে খোদা হতে
লয়ে দিবে প্রতিদান।
তোমার ছাওয়ালের জবাব দাতা
মোর রাব্বুল আলামিন,
সেহেরা বান্ধী দুলহা রুপে
আসিলো রাহমাতুল্লিল আলামিন।
পান্জেতানের পাক ঘড়ানা
সবি তোমার ঘরের,
সকল রমনীর স্থান জগতে
তোমার তক্তার পরের।
ইসলাম দ্বীন ধর্মে কর্মে
সাথী ছিলা মুস্তাফার,
তোমার বিদায় বেলায় মুনিব
কান্দে যারে যার।
তোমার দানে দ্বীন ইসলাম
হচ্ছে আজও ধনী,
তুমি মহান ত্রান কর্তা
হে মুমিনের জননী।
কলম থামা ওয়াকিজ তুই
মাতার কানিজ পুত্র,
গোলামের মত নুয়ে যা আদবে
জননীর কি আজিম গোত্র।





Users Today : 12
Users Yesterday : 357
This Month : 12
This Year : 171883
Total Users : 287746
Views Today : 1904
Total views : 3409467