হৃদয়ে জাগে স্মৃতি ঐ মদিনার 

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হৃদয়ে জাগে স্মৃতি ঐ মদিনার 

কবিঃ কাজী আহমদ এয়ার খান নাহিয়ান

—————- 

সবুজ গম্বুজ আর উচ্চ মিনার।

বলছি সেই সোনালি দিনের কথা;

যেদিন নবি (ﷺ) আগমন তরে ব্যাকুল প্রেমীজনতা।।।

প্রকৃতি রুক্ষ, মুছতে দুঃখ প্রিয়নবি এলো হেথা;

মরুসূর্য হার মেনেছিল যার কাছে, মুছিয়েছে সেই ব্যাথা।।

মরুঝড় গড়ে আঁধার আর অজ্ঞতা গড়ে নির্বোধ

জ্ঞানের আলোয় সে আঁধার তাড়ায় প্রেমেতে দিলেন বোধ।

যে প্রেম শিখায় মানবতা, ক্ষমা আর উদারতা

যে প্রেম ঘুচায় কাফের,বেদ্বীন মনে সকল শক্ত ব্যাথা।।

যে প্রেম শিখায় প্রতিশোধ নয়,হৃদয়েই প্রতিরোধ;

যে প্রেম শিখায় ঢাল-তলোয়ার ছাড়া ক্ষমাতেই গতিরোধ।

যে প্রেম ছাড়া নাই ঈমানেরও বিশ্বাস,

হয়তো সে উয়ে গেছে ক্ষণে,হয়তো এ নিঃশ্বাস।।

যে প্রেম ছাড়া পায় না মুক্তি, যুক্তিরও কলকাঠি;

নবিপ্রেমের দীপ্ত আলোক,তৃপ্ত সেথায় জাতি।।

সতত,সত্য নবিপ্রেমে নিত্য ঝরে আল্লাহ্ তায়লার দয়া

ধরার ‘পরে, ভেদাভেদ টুটে গড়ে মানবাত্না নয়া।

——-শব্দ চাবি—–

দীপ্ত- আলোকিত

সতত- সর্বদা

নিত্য- সবসময়

ধরা  – পৃথিবী

‘পরে – উপরে’র সংক্ষিপ্তরূপ।

লেখকঃনাহিয়ান।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment