হিসাবের আগেই জাহান্নামে নিক্ষেপকারী কর্ম

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু তা‌‌আলা আলাইহি ওয়া সাল্লাম)-এরশাদ করেছেনঃ ছয় শ্রেণীর মানুষকে ছয়টি কাজের দরুন হিসাবের আগেই জহান্নামে প্রবেশ করিয়ে দেয়া হবে।

১। আমীর ও নেতাগণকে স্বীয় জুলুম ও সীমা লঙ্ঘণের দায়ে।

২। আরব গণকে বংশগত অহংকারের কারণে।

৩। বংশীয় ও ক্ষমতাবান ব্যক্তিদেরকে বড়াই, অহংকার ও ঔদ্ধ্যত্যের কারণে।

৪। ব্যবসায়ীদেরকে তাদের অসততা ও খেয়ানতের কারণে।

৫। গ্রাম্য লোকদেরকে তাদের মুখর্তার কারণে।

৬। ওলামাদেরকে হিংসার কারণে।

উপলব্ধি : এখানে সেই আলেমগণই উদ্দেশ্য, যারা দুনিয়া লোভী হয়, এ পার্থিব লোভের কারণেই পরস্পরে হিংসার সৃষ্টি হয়, হিংসার কারণে জাহান্নামে প্রবিষ্ট হবে।

আর যে আলেম দুনিয়া বিমুখ হয়ে আখেরাত মুখী হয়ে যায়, সে কাউকে হিংসা করে না এবং তাকেও কেউ হিংসা করতে পারে না।

সুত্র: তাম্বীহুল গাফেলীন

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment