হিকমত পূর্ণ পাঁচটি কথা

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হযরত হাছান বসরী (রহঃ) বলেন, আমি তওরাতে পাঁচটি কথা লিখা থাকতে দেখেছি, 

১। অল্পে তুষ্টি মধ্যে ঐশ্বর্য-প্রাচুর্য নিহিত।

২। নির্জনাবাসের মধ্যে নিরাপত্তা ও শান্তি নিহিত।

৩। প্রবৃত্তির আকাংখা বর্জনের মধ্যে মুক্তি ও স্বাধীনতা নিহিত।

৪। হৃদয়াগ্রাহী বস্তু পরিহারের মধ্যে প্রেম নিহিত।

৫। ছোট্ট জীবনে ধৈর্য্য ধারনের মধ্যে দীর্ঘ জীবনের সুখ-শান্তি নিহিত।

(প্রতিটি বাক্যের ব্যাখ্যা করা গেলে পৃষ্টার পর পৃষ্টা ভরে যাবে, সুতরাং এ তাত্তিক, দর্শন পুর্ণ কথা গুলোর উপর গবেষণা করা উচিত।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment