পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা
সব ভূলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা ॥
ভূলিনি, ভূলবনা, ভূলতে পারিনা (ঐ)
খোদার সৃষ্টিতে তুমি, শ্রেষ্ট ভূমি হও,
আরশ মুয়াল্লার চেয়ে দামী তুমি হও;
তোমার বুকে করছে শয়ন শাহে মদীনা (ঐ)।
ইয়াছরীব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ,
বড়ই মারাত্নক যে ছিল, তোমার পরিবেশ
নবীর ছোয়ায় হলে তুমি, সোনার মদিনা (ঐ)
জান্নাতের বাগান তুমি নবী বলেছেন
খাকে শেফার অধিকারী তোমায় করেছেন;
তোমার বুকে প্রবাহিত নূরেরি ঝর্ণা (ঐ)
তোমার বুকে আমার নবীর কদম পড়েছে,
তোমার বুকে জিবরীল আমিন সদা এসেছে;
সলিম বলে কেমন করে যাব মদীনা (ঐ)।





Users Today : 15
Users Yesterday : 357
This Month : 15
This Year : 171886
Total Users : 287749
Views Today : 2654
Total views : 3410217