১.(ক) নবী করিম(সঃ) বীর্যের সৃষ্টি।
(খ) মীলাদ পড়া বিদয়াত।
(গ) নামাযের নিয়ত পড়া বিদয়াত।
(ঘ) মা-বাবা, শাশুড়-শাশুড়ী ও পীরকে #কদমবুচি করার কোন যুক্তি নেই।
(দেখুনঃদেশ বিদেশের মহিলা সমাবেশের প্রশ্নোত্তর,২য় খন্ড)
২.(ক)নবীকরিম(সঃ) #লেখাপড়া_জানতেন_না। এমন কি নিজের দস্তখতটাও জানতেন না।(পৃঃ৮৭)
(খ) হুদায়বিয়ার সন্ধিতে কাফিররা যখন বললো, মুহাম্মদ যে আল্লাহর রসূল এটা আমরা মানি না, তাই চুক্তি নামা থেকে রসুলুল্লাহ শব্দটা কেটে দাও। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাঃ কে ডেকে বললেন, চুক্তিনামা থেকে’রসুলুল্লাহ’ শব্দটা কোথায় আছে আমাকে দেখিয়ে দাও। হযরত আলী রা. রসুলুল্লাহ সা.কে হাত দিয়ে দেখিয়ে দিলেন। তখন নবী করীম সা. “”রসুলুল্লাহ”” শব্দটা নিজ হাতে কেটে দিলেন। এখান থেকে প্রমাণিত হয়, হুযুর (স.) লেখাপড়া জানতেন না।(পৃঃ৮৭)
(গ) আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন; আক্বীদা সম্পর্কে কোন প্রকার জবাবদিহি করতে হবে না।(পৃঃ৯৪)
(ঘ)কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না- তুমি ওহাবী, না সুন্নী, নবী নূরের তৈরি, না মাটির তৈরী মানুষ,না ফিরিশতা, দোয়াল্লীন,না যোয়াল্লীন পড়েছিলে। এ ধরণের কোন প্রশ্নই করবেন না।(পৃঃ৯৪)
ঙ.শবে বরাত আসলে মাইয়া-জামাই দাওয়াত দিয়ে গোশত-রুটি খাওয়ানো হয়।
#শবেবরাত মুসলমানদের জন্য #কোন_কল্যাণ বয়ে আনে না এবং এর কোন গুরুত্বই নেই।(পৃঃ৯৯)
চ.ধর্মের নামে সেসব পীর দরবেশ,সেই পীর বুযর্গ, যারা মানুষের টাকা অবৈধ পন্থায়, বাতিল পন্থায় গ্রহণ করে আর ইসলামী আন্দোলনের পথে বাধা সৃষ্টি করে।(পৃঃ ৩৬)
ছ.কিয়ামতের দিন আল্লাহ্ ‘র দরবারে সুপারিশ করার ক্ষমতা নেই। সুপারিশের ব্যাপারটা আল্লাহ নিজেই কন্ট্রোল করবেন।(পৃঃ৪০)
#জ.অবশ্য স্বয়ং আল্লাহ্ রাব্বুল আলামীন সেদিন যাকে পছন্দ করেন, যার সুপারিশ শুনতে পছন্দ করেন সে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। পৃঃ৪১।
#ঝ.পীর হোক,বুযর্গ হোক,মাওলানা হোক, মুরীদের অবস্থা কার কি তাতো পীরের জানার কথা নয়, নবীরও জানা কথা নয়। ভক্তেরও জানা কথা নয় – কে কতটা চুরি করেছে, কে কয়টা ডাকাতি করেছে, কে কয়টা যেনা করেছে। সুতরাং এগুলো তো পীর সাহেবের জানার কথা নয়। বুযর্গের জানা কথা নয়। কাজেই,এগুলো যদি পাইকারী দরে সুপারিশের অর্ডার দেয়া হয়, আর সব বুযর্গেরা নিজেদের পাইকারী দরে মুরীদের জন্য সুপারিশ শুরু করে দেয় তাহলে তো বিচারই হবে না। পৃঃ৪০
#মাজারে মশারী কেনো,মশায় কামড়ায় নাকি?
আরো বিস্তারিত দেখুনঃমৌং দেলোয়ার হোসাইন সাঈদীর ভ্রান্ত তাফসীর এর স্বরূপ উন্মোচন।






Users Today : 330
Users Yesterday : 767
This Month : 14752
This Year : 186623
Total Users : 302486
Views Today : 33262
Total views : 3610006