সকালটা শুরু হোক প্রভুর নামে
বিকালটা শেষ হোক তারি স্বরণে-১
রাত হবে গুণ গুণ যিকিরে মুখোর,
সুবেহে সাদীকে জুকি চরণে।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসুলউল্লাহ।
কাজ গুলো সদা হোক বিধান মত
অসহায় মানুষের মুছবে ক্ষত-১
মন হবে দুখ দুখ ভয়েতে নরম
আজাবের কথা তব মনে পরিলে।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসুলউল্লাহ।
ঘৃণা ক্ষোভ ভালোবাসা রবের কারণ
তার হুকুমে সব হোক যে ধারণ-১
মুছে যাক হৃদয়ের সব কালিমান
পুণ্যে হয়ে যাক মন উজালা।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসুলউল্লাহ।
আখেরাত কাছা কাছি রাখো মনে
প্রস্তুতি নিয়ে থাকো প্রতি ক্ষণে-১
কবরেও বইয়ে যাবে নেক দরিয়া
সদকায়ে জারিয়া রেখে মরিলে।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসুলউল্লাহ।