রাসূল (ﷺ)-এঁর নাম মোবারক শুনে বৃদ্ধা আঙ্গুলে চুমো খেয়ে চোখে লাগানোর ফজিলত। 

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

প্রমাণঃ ১-৬ 

হযরত ওয়াহাব ইবনে মুনাব্বাহ (رَضِیَ اللهُ تَعَالٰی عَنۡہَا:) বলেন:”বনী ইসরাঈলের মধ্যে এক ব্যক্তি ছিল অত্যান্ত পাপী,যে ২০০ বছর পর্যন্ত আল্লাহর নাফরমানী করেছে।যখন সে মৃত্যুবরণ করে মানুষেরা তাকে এমন স্থানে নিক্ষেপ করল, যেখানে আবর্জনা ফেলা হতো।

তখন হযরত মুসা (عَلَیۡہِمُ الصَّلٰوةُ وَ السَّلاَم:)-এঁর প্রতি ওহী এলো যে, লোকটিকে ঐ স্থান থেকে তুলে যেন তার ভালভাবে জানাযার নামায পড়ে তাঁকে দাফন করা হয়। 

হযরত মুসা (عَلَیۡہِمُ الصَّلٰوةُ وَ السَّلاَم:) আরজ করলেন,হে আল্লাহ! বনী ইসরাঈল সাক্ষ্য দিচ্ছে যে, লোকটি ২০০ বছর পর্যন্ত তোমার নাফরমানী করেছিল।

ইরশাদ হলোঃ হ্যাঁ ঠিক আছে, তবে তার একটি ভাল অভ্যাস ছিল। যখন সে তাওরাত শরীফ তেলাওয়াত করতো, যতবার আঁমার হাবীব (ﷺ) এঁর নাম মোবারক দেখত। 

ততবার চুম্বন করে চোখের উপর রাখত এবং আঁমার হাবিব (ﷺ)-এঁর প্রতি দরূদ পাঠ করত। এজন্য আঁমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং সত্তর জন হুর স্ত্রী স্বরূপ তাকে দান করেছি।’’[হাদিসটি সহীহ বা বিশুদ্ধ]

তথ্যসূত্রঃ

● (ক) ইমাম আবু নঈম : হুলিয়াতুল আউলিয়া : ৩/১৪২ পৃ:

● (খ) আল্লামা বুরহানুদ্দীন হালভী : সিরাতে হালবিয়্যাহ,১ম খন্ড,পৃষ্ঠা-৮৩

● (গ) আল্লামা শফী উকাড়ভী : জিকরে জামীল : ৩৫৪ পৃষ্ঠা

● (ঘ) জালালুদ্দীন সুয়ূতি : খাসায়েসুল কুবরা :১/৩০, হাদিস : ৬৮, মাকতুত-তাওফিকহিয়্যাহ, বৈয়রুত।

● (ঙ) আল্লামা আবদুর রহমান ছাফূরী : নুযহাতুল মাযালিস : ২/১৪২ পৃ

● (চ) আল্লামা দিয়ার বকরী : আল খামীস ফি আহওয়ালে আনফাসে নাফীস : ১/২৮২ পৃঃ

প্রমাণঃ ৭-১০ 

হযরত খিযির (عَلَیۡہِمُ الصَّلٰوةُ وَ السَّلاَم) কর্তৃক রাসূল (ﷺ) -এঁর নাম মোবারক শুনে চুমু খাওয়ার আমল বর্ণনা করেন ইমাম আবু আব্বাস আহমদ বিন আবি বকর ইয়ামানী (رحمة الله) তাঁর লিখিত উল্লেখযোগ্য গ্রন্থ

موجبات الرحمة و عزائم المغفرة এর মধ্যে হযরত খিযির (عَلَیۡہِمُ الصَّلٰوةُ وَ السَّلاَم:) থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি মুয়াজ্জিনের কণ্ঠে ‘আশহাদু আন্না মুহাম্মদার রাসূলূল্লাহ’ শোনে বলবে

مرحبا بحبيبى و قرة عينى محمد بن عبد الله صلى الله عليه وسلم )

মারহাবা বি হাবিবি ওয়া কুররাতো আইনী মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ (ﷺ) অতঃপর স্বীয় বৃদ্ধাঙ্গুলীদ্বয় চুম্বন করে চোখে লাগাবে, তাহলে তার চোখে কখনও ব্যথা হবে না এবং সে কোন দিন অন্ধ হবে না।’’

তথ্যসূত্রঃ 

● (ক) আল্লামা ইমাম সাখাভী : মাকাসিদুল হাসানা : ১/৩৮৩ : হাদিস :১০২১

● (খ) আল্লামা আযলূনী : কাশফুল খাফা : ২/২৭০ : হাদিস : ২২৯৬

● (গ) আল্লামা মোল্লা আলী ক্বারী : মওদ্বুআতুল কবীর : ১০৮ পৃ

● (ঘ) আল্লামা মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী : জাআল হক : ২/২৪৬ পৃ

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment