রাসুলের বিলাদাতে শয়তানের কান্না!

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

মানবজাতির মহাশত্রু শয়তান ৪ বার চিৎকার করে কেঁদেছিল>
১মঃ আল্লাহ যখন তাকে অভিশপ্ত ঘোষণা করলেন
২য়ঃ আল্লাহ যখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন
৩য়ঃ রাহমাতুল্লিল আলামীন নূর নবীজি হযরত মুহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম   যখন এ ধরাধামে আগমন করলেন
৪র্থঃ সূরা ফাতেহা নাজিল হবার পর (বেদায়া-নেহায়া)

শয়তানের চেলারা এখনো রাসুল (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম   এর বিলাদাত শরিফের ক্ষণ তথা ঈদে মীলাদুন্নাবী (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম   এলে কাঁদে। অন্য কাউকে এই দিনে আনন্দ করতে দেখলে তাদের অন্তর ফেটে চৌচির হয়ে যায়। তাদের এর চেয়ে বড় কষ্ট অন্য আর কিছুতে হয় না। আল্লাহর লানত তাদের উপর!

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments