যার সাথে যার সাদৃশ্য তার তাথেই সে মিলিত হবে

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

-“হযরত ইবনে উমর (رضي الله عنه) বলেন, রাসূলে পাক ( ﷺ‎‎) বলেছেন: যে জাতির সাথে সাদৃশ্য থাকবে সে তাদেরই অন্তর্ভূক্ত হবে।”  ৩০৩০,  সুনানে আবী দাউদ, হাদিস নং ৪০৩১; মুছান্নাফে ইবনে আবী শায়বাহ, হাদিস নং ৩৩০১৬; ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ৮৩২৭ হুজাইফা রা: এর সূত্রে; মুসনাদে বাজ্জার, হাদিস নং ২৯৬৬; ইমাম তাবারানী: মুসনাদে শামেঈন, হাদিস নং ১৮৬২; হাফিজ ইবনে কাছির: জামেউল মাসানিদ ওয়াস সুনান, হাদিস নং ২৩১৫;

এই হাদিস সম্পর্কে হাফিজুল হাদিস, ইমাম ইবনু হাজার আসকালানী ( رَحْمَةُ الله عليه‎‎) ও ইবনে তাইমিয়া এর অভিমত, 

قال ابن تيمية: سنده جيد وقال ابن حجر في الفتح: سنده حسن. 

-“ইবনে তাইমিয়া বলেন: এর সনদ অতিউত্তম। হাফিজ ইবনু হাজার ‘ফাতহুল বারী’ গ্রন্থে বলেন: এর সনদ হাছান।”  ৩১৩১,  আল্লামা ছানআনী: আত তানভীর ফি শরহে জামেইছ ছাগীর, হাদিস নং ৮৫৭৪; আল্লামা মানাভী: ফায়জুল কাদীর, ৬ষ্ঠ খন্ড, ১০৪ পৃ:;

হাফিজুল হাদিস, ইমাম ইবনু হাজার আসকালানী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেন: 

قُلْتُ أَخْرَجَهُ أَبُو دَاوُدَ بِسَنَدٍ حَسَنٍ -“আমি বলি ইমাম আবু দাউদ হাছান সনদে বর্ণনা করেছেন।”  ৩২৩২,  ইমাম আসকালানী: ফাতহুল বারী শরহে বুখারী, ১০ম খন্ড, ২৭১ পৃ:;

এই হাদিস সম্পর্কে হাফিজুল হাদিস, ইমাম ইরাকী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেন,

قال العراقي: رواه أبو داود من حديث ابن عمر بسند صحيح 

-“হাফিজ ইরাকী বলেন: ইমাম আবু দাউদ ইহা বর্ণনা করেছেন এবং ইবনে উমর (رضي الله عنه) এর হাদিস ছহীহ্।”৩৩৩৩,  তাখরিজু আহাদিসু এহইয়ায়ে উলুমুদ্দিন, হাদিস নং ৭৫৭;

এই হাদিস সম্পর্কে ইমাম বুয়ূছিরী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেন,

وَسَكَتَ عَلَيْهِ فَهُوَ عِنْدَهُ حَدِيثٌ صَالِحٌ لِلْعَمَلِ به والاحتجاج بِهِ. 

-“ইমাম আবু দাউদ এই হাদিসের ব্যাপারে চুপ থেকেছেন কেননা তার কাছে ইহা গ্রহণযোগ্য এবং আমলের বিষয়ে নির্ভরযোগ্য।”  ৩৪৩৪,  ইত্তেহাফুল খাইরাতুল মিহরাত, হাদিস নং ৩৯৮১;

وَصَححهُ ابْن حبَان. -“ইমাম ইবনে হিব্বান ( رَحْمَةُ الله عليه‎‎) এই হাদিসকে ছহীহ্ বলেছেন।”  ৩৫৩৫,  আসানিল মাতালিক ফি আহাদিছি মুখতালিফিল মারাতিব, হাদিস নং ১৩৭৭;

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment