জিজ্ঞাসা–৯২৮: যাকাত ও ট্যাক্সের মধ্যে পার্থক্য আছে কি?–আমিনুল ইসলাম।
জবাব: যাকাত ও ট্যাক্সের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। যেমন–
যাকাত ইসলামের একটি মৌলিক আর্থিক ফরয ইবাদত। তাই এতে নিয়ত আবশ্যক। ইখলাস ও আল্লাহভীতি অপরিহার্য। যাকাতের রয়েছে নির্দিষ্ট খাত। যে খাতগুলোর বাইরে যাকাতের টাকা ব্যয় করা যায় না। অমুসলিম কিংবা সাধারণ উন্নয়নমূলক কাজে তা ব্যবহার করা জায়েয হয় না। অনুরূপভাবে যাকাতের পরিমাণ বা হারও নির্ধারিত। তা ওয়াজিব হওয়ার জন্যও রয়েছে নির্দিষ্ট সীমারেখা। অতপর তা আদায় করার জন্য রয়েছে এক বছরের সীমারেখা। বিশেষ কিছু মালের মধ্যেই তা ওয়াজিব হয়ে থাকে। সব ধরণের মালের মধ্যে তা ওয়াজিব হয় না। এ সবই কোরআন ও সুন্নাহর মাধ্যমে প্রমাণিত। এতে কোনো ধরণের পরিবর্তনের সুযোগ নেই।
পক্ষান্তরে ট্যাক্স ইবাদত নয়। বরং তা সরকার থেকে প্রাপ্ত সুযোগ-সুবিধার বিনিময়ে দিতে হয়। কিংবা এটা এক প্রকার সরকারের প্রতি সহযোগিতাও বটে। এর জন্য কোনো পরিমাণ বা হার নির্ধারিত নেই। থাকলেও পরিবর্তনের সুযোগ থাকে।অনুরূপভাবে এর জন্য কোনো নিয়তের প্রয়োজন হয় না। তা ব্যয়ের জন্যও নির্দিষ্ট খাত নেই। আর না এর জন্য সেসব উপযোগী সীমারেখা রয়েছে যা শরিয়ত যাকাতের জন্য স্থির করে থাকে। বরং অনেক সময় এটি জুলুমের পর্যায় পর্যন্ত পৌঁছে যায়। (জাদিদ ফিকহি মাসায়িল ১৭৫)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী