কৃতঃ আল্লামা আজিজুল হক আল কাদেরী (رحمة الله) ➡ মুনিয়াতুল মুছলেমীন [১ম খন্ড]
❏ মাসয়ালা: (২৩৪)
মোজার উপর মাসেহ করা সেই ব্যক্তির বেলায় জায়েজ হবে যিনি পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে মোজা পরিধান করেছে। যদি এরপর অজু ভঙ্গ হয় তবে সেক্ষেত্রে অজু করে মোজার উপর মাসেহ করবে। মোজার উপর মাসেহ করার ফরজ নিয়ম হচ্ছে হাতের তিন আঙ্গুল দ্বারা পায়ের মাথা হতে তিন সরলরেখা বরাবর গিড়ালির দিকে মাসেহ করা।
❏ মাসয়ালা: (২৩৫)
মোজার উপর মাসেহ করার সময় সীমা হচ্ছে মুকিমদের জন্য একদিন একরাত আর মুসাফিরদের জন্য তিনদিন তিন রাত। আর যার পায়ের তিন আঙ্গুল পরিমাণ চেড়া (ফাটা) থাকে তবে সেক্ষেত্রে মাসেহ করা জায়েজ নাই।
❏ মাসয়ালা: (২৩৬)
মোজার উপর মাসেহ ভঙ্গ হওয়ার কারণ ৪টি। যথা:
(১) সে সমস্ত বস্তু যার দ্বারা অজু ভঙ্গ হয়।
(২) মাসেহের সময়সীমা অতিবাহিত হওয়া।
(৩) এক পা মোজা হতে বের হওয়া
(৪) উভয় পায়ের অধিকাংশ অংশ গিড়ালি পর্যন্ত হয়ে যাওয়া।





Users Today : 9
Users Yesterday : 357
This Month : 9
This Year : 171880
Total Users : 287743
Views Today : 1245
Total views : 3408811