পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
মুর্শিদ মদিনার ফুল”
[লেখক :: আরিফ ওয়াকিজ ]

সুধি মিত্র প্রিয় গুনিজন
এস্তেকবাল হয়ে যান,
রাজ্যে পরিবে মহারাজের চরণ
ফিরিবে মৃতে প্রান।
আবার বহিবে শিতল বাতাস
নববীর খুশবু চারোদিক,
আশেক মাশুক প্রেম বন্দনা
ছড়াবে এদিক ওদিক।
কতদিন অসহায় ছিলো গোলাম
নিথর পরে দেহ,
কত অনাচারে দিন কাটিলো
নেইনি খবর কেহ।
মুনিব আসিবে কবে আসিবে
দেখিতাম নয়ন ভরে,
যত গ্লানি দুঃখ আছে
বলিতাম বিনয় সুরে।
বাংলার পীর আসিবে বাংলায়
খুশিতে বাংলার বাসী,
হৃদয় আবেগ খুলে সকলের
মুখেতে মধুর হাসি।
দেখিবো সুরত জুড়াইবো প্রান
উর্বর করিবো ঈমান,
ভ্রান্ত ভন্ড সার্থের কোলাহলে
ইহাতেই মোর পরিত্রাণ।
কিস্তিয়ে নুহে আরোহন করি
চলিলাম মদিনার পথে,
লোকে যাই বলুক মন্দ
আমার কি ভাই তাতে?
আলে নবীর দামান হাতে
মুর্শিদ মদিনার ফুল,
ওয়াকিজের পাপ হবে ক্ষমা
দোয়া হবে সব কবুল।





Users Today : 304
Users Yesterday : 767
This Month : 14726
This Year : 186597
Total Users : 302460
Views Today : 28060
Total views : 3604803