বিস্ময়

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

মুহাম্মদ আবদুল করিম

বেরেলির সাওদাতে, রেযা এক নাম

অদ্বিতীয় জ্ঞানাধার, মহা যাঁর শান।

নক্বি আলী বাবা তাঁর, ইউপিতে বাস

গড়ে তুলে অকাতরে, ইমানের পাশ।

শৈশব ঘিরে তাঁর, শত গুণাগুণ

বিরল এই স্বত্বার, ইলম ফাগুন।

দিনরাত রাতদিন, বিতরণে জ্ঞান

হৃদয়ের গহিনে, রাসূলের ধ্যান।

সত্যের পথেমতে, কলমি জিহাদ

দেখিয়েছে আলো আর, সঠিক নিখাদ।

বাতিলের প্রাচীরাদি, ভেঙে চুরমার

এ জগতে সমতুল, কে আছেই তাঁর?

ক্ষুরধার লেখনির, ধারধার ভাব

নিগূঢ়তা উদ্ধারে, ছিলোই স্বভাব।

শয়নে স্বপনে, রাসূলের শান

শিখিয়েছে নবিপ্রীতি, স্তুতিগান।

হাতে ছিল কলম আর, অন্দরে সুর

গড়ে গেছে হাদায়েক্ব, কতই মধুর।

জীবনের জয়গানে, দিয়ে অনুদান

বানিয়েছে সত্যের, পথিক সমান।

মহিয়ান কর্তার, মহা নিয়ামাত

শতকের সেরা জন, আ’লা হযরত।

হাজারের চেয়োধিক, লেখা বিস্ময়

ধরাতে সম নেই, তাঁর নিশ্চয়।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment