বিষয়:”পুরুষের জন্য তার মাহারিম কে দেখা!”
-স্বাধীন আহমদ রেজভী
#প্রশ্ন:
পুরুষ তার মাহারিম;মা,বোনের কোন কোন অঙ্গের প্রতি দৃষ্টিপাত করতে পারবে?
#উত্তর:
পুরুষ তার মাহরাম এর কিছু অঙ্গের প্রতি দৃষ্টি দিতে পারবে কিছু অঙ্গতে দৃষ্টি দিতে পারবে না।
সদরুশ শরীয়া,বদরুত তরীকা আল্লামা মুফতি আমজাদ আলী আজমি র. বলেনঃ”যে সকল মহিলা তার মাহরাম এর অন্তর্ভুক্ত তাদের মাথা,বুক,পায়ের গোড়ালি,উভয় বাহু,কব্জি,ঘাড় এবং পায়ের দিকে দৃষ্টিপাত করতে পারবে।যতক্ষণ পর্যন্ত তাদের উভয়ের কারো মাঝে যৌন উত্তেজনা না আসে।মাহরামের পিঠ,পেট,হাটু ও রানের দিকে দৃষ্টি দেয়া নাজায়েজ।তবে মোটা কাপড় দ্বারা আবৃত থাকলে দৃষ্টি দেয়াতে কোনো সমস্যা নেই।
কান,ঘাড় ও চেহারার দিকে দৃষ্টি দেয়া জায়েজ।
মাহরাম দ্বারা ওই মহিলাদের বুঝানো হয় যাদের সাথে সবসময়ের জন্য বিবাহ হারাম।”(বাহারে শরিয়তে,১৬ তম খন্ড, ৮৭-৮৮ পৃষ্ঠা)





Users Today : 12
Users Yesterday : 357
This Month : 12
This Year : 171883
Total Users : 287746
Views Today : 1781
Total views : 3409345