◾ইমাম ইবনে নাজ্জার (رحمة الله) হযরত আনাস বিন মালিক (رضي الله عنه) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসল (ﷺ) বিদ’আতীদের (বাতিলপন্থীদের) বিষয়ে বলেছেন, “তােমরা তাদের সাথে খাবার গ্রহণ কর না, তাদের সাথে পানীয় পান কর না, তাদের কারাে সাথে উঠা বসা কর না, তারা মারা গেলে তাদের জানাযায় অংশগ্রহণ করবে না এবং তাদের সাথে নামায আদায় কর।”
(মুত্তাকী হিন্দী, কানযুল উম্মাল, ১১ / ৫৪০ পৃ . হা / ৩২৫২৯, ইমাম যাহাবী, মিযানুল ই’তিদাল, ১ / ৩২০ পৃ . ক্রমিক, ১২০৭, ইমাম ইবনে হাজার, লিসানুল মিযান, ২ / ২৯৯ পৃ . ক্রমিক . ১৪৮৬ )
◾আল্লামা মুত্তাকী হিন্দী (رحمة الله) হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (رضي الله عنه) হতে বর্ণনা করেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন, “ঐ সমস্ত ব্যক্তিদের সাথে সাক্ষাত বা পরিচয় থাকলে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, তাদের সাথে খাবার গ্রহণ করবে না, তাদের সাথে সালাত আদায় করবে না, তারা মারা গেলে তাদের জানাযাতে যাবে না।” (মুত্তাকী হিন্দী, কানযুল উম্মাল, ১১ / ৫৪০ পৃ . হা / ৩২৫২৮)
◾তবে ইমাম আবু বকর খাল্লাল (رحمة الله) সাহাবীদের সমালােচনাকারী বিদ’আতীদের সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেন। হযরত আনাস (رضي الله عنه) হতে বর্ণিত। রাসূল (ﷺ) ইরশাদ করেন,
“তাদের সাথে বসবে না, তাদের সাথে পানাহার করবে না, তাদের সাথে পান করবে না, তাদের সাথে আত্নীয়তা বন্ধনে আবদ্ধ হবে না, তাদের সাথে নামায পড়বে না, তারা মারা গেলে তাদের জানা পড়তে যাবে না।”
(ইমাম আবু বকর খাল্লাল, আস – সুন্নাহ, ২ / ৪৮৩ পৃ . হা / ৭৬৯, ইবনে হাজার আসকালানী, মুখালিসিয়্যাত, ৩ / ৩৬৮ পৃ . হা / ২৭৩২, খতিবে বাগদাদী, তালখিসুল মুতাশাবাহ ফির রসম, ১৭০ পূ . এবং তারিখে বাগদাদ, ক্রমিক, ৪৫৭১ )
◾বিদ’আতীদের বিষয়ে আরও বর্ণিত আছে যে হযরত জাবির (رضي الله عنه) বলেন,
রাসূল (ﷺ) ইরশাদ করেন, “যখন তাদের সাথে সাক্ষাত লাভ করবে তখন তাদেরকে সালাম দিও না।”
(ইমাম ইবনে মাযাহ আস – সুনান, ১ / ৬৯ পৃ . হা / ৯২ )