প্রিয় কে?

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

প্রিয় একজন মানুষ কোনো কারণে আমার ওপর নারাজ হলে হতাশ হয়ে যাই। কিভাবে তাকে আবার খুশি করব? কিভাবে সন্তুষ্ট করব? কত হাজার বার সরি বলে, কতকিছু করে তাকে খুশি করতে হয়! 

আমি আজকে মারা গেলে সেই প্রিয় ভালবাসার মানুষগুলো এক মাস পর আমাকে ভুলে যাবে। তারপরও এত টান!

আর যেই রব তায়ালা আমাকে সৃষ্টি করলেন, এত এহসান, এত দয়া তাঁর, যিনি হাজারো গুণাহ নিয়ে ফিরে আসা বান্দাকে নিমিষেই ক্ষমা করে দেন, তাকে দিনের পর দিন নারাজ করে যাচ্ছি! অথচ মনে কোনো চিন্তাই নেই?

রব তায়ালাকে নারাজ করে বান্দা কিভাবে সফল জীবন এর স্বপ্ন দেখতে পারে?

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments