♥ হযরত আবু মাসঊদ আনসারি-{রাদিয়াল্লাহু তায়ালা আনহুমা আলাইহি}-বর্ণনা করেন,
একদা আমি স্বীয় গোলাম-কে প্রহার করতে ছিলাম, এমতাবস্থায় আমার পিছন থেকে আঁওয়াজ শুনলাম, হে আবু মাসঊদ! তোমার এই কথাটুকু খুব ভালো করে জেনে রাখা উচিত্ যে, তুমি এর উপর যতটুকু ক্ষমতা রাখো তার চেয়েও বেশি আল্লাহ তায়ালা তোমার উপর-ক্ষমতা রাখেন। আমি পিছন ফিরে দেখলাম, তিনি ছিলেন-মুক্তির দিশারী রাহমাতুল্লিল আলামিন (ﷺ) আমি আরজ করলাম, হে আল্লাহর রাসুল (ﷺ)!
সে (প্রহারকৃত গোলাম) আল্লাহর সন্তুষ্টির জন্য মুক্ত। তখন হুজুর পূরনুর (ﷺ) ইরশাদ করলেন, তুমি যদি তা না করতে, তাহলে তোমাকে দোযগের আগুন স্পর্শ করতো।
Reference :
{সহিহ মুসলিম, পৃষ্টা-৯০৫ হাদিস নং-১৬৫৮)
♥ হযরত আবদুল্লাহ ইবনে মাসঊদ-{রাদিয়াল্লাহু তায়ালা আনহুমা আলাইহি}-বলেন,
নিশ্চয় তোমরা কালের-কালচক্রে ঘুরপাক খাচ্ছো, হঠাত্ তোমাদের মাঝে-মৃত্যু চলে আসবে, সত্ কাজের বীজ বপন করলে, অচিরেই তার সুফল পাবে। আর অসত্ কাজের চাষ করলে, লজ্জা-জনক ফলাফল লাভ হবে। প্রত্যেক চাষীর জন্য রয়েছে-তার ক্ষেত-খামার।
Reference :
{জুম্মুল হাওয়া বাবে-৫০, পৃষ্টা-৪৯৮, দারুল কুতুবীল ইলমিয়্যা-বৈরুত}





Users Today : 233
Users Yesterday : 767
This Month : 14655
This Year : 186526
Total Users : 302389
Views Today : 13422
Total views : 3590165