নাবালেগ শিশুর হজ্জ

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

এদের উপর হজ্জ ফরয নয়। অবশ্য কেউ যদি ছোট শিশুসহ পরিবার-পরিজন নিয়ে হজ্জে যেতে চান, তাহলে  শিশুদের হজ্জ নফল হবে।  এমতাবস্থায় ছোট ছেলেকেও সেলাই বিহীন কাপড় পরাবেন আর নিজের ইহরামের সাথে শিশুর ইহরামের নিয়্যতও করবেন। শিশু নিজে হজ্জের আরকানগুলো পালনে সক্ষম হলে-তো নিজেই করবে, অন্যথায় অভিভাবক তালবিয়াহসহ সমস্ত কাজ সম্পন্ন করবেন। শিশুর পক্ষ থেকে সমাধা করার সময় কোন কাজ বাদ পড়ে গেলে বা কোন নিষিদ্ধ কাজ করা গেলে তার কোন দম (দন্ড) দিতে হবে না।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments