
হযরতে শায়খ আবু বকর শিবলী (আলাইহির রাহমা) বলেন, আমি আমার এক প্রতিবেশীকে ইন্তেকালের পর স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম, ‘আল্লাহ তায়ালা তোমার সাথে কেমন ব্যবহার করেছেন?’ সে বলল, ‘আলীজাহ! আমি সাংঘাতিক ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছিলাম। মুনকার-নকীরের জবাব দিতে ভয় হচ্ছিল।
আমার আশংকা হচ্ছিল, তাহলে কি আমার ঈমানের ওপর মৃত্যু হয় নি? চারদিক থেকে একের পর এক আওয়াজ ভেসে আসতে লাগল। “দুনিয়াতে জবানকে যথাযথ ব্যবহার না করার কারণেই তোমার ওপর এই মুসিবত অবতীর্ণ হয়েছে।”
এরপর যখনই ফেরেশতাগণ আমাকে আজাব দেয়ার জন্য এগিয়ে আসলেন তখনই একজন অনিন্দ্য সুন্দর নূরানী চেহারার বুজুর্গ আমার এবং ফিরিশতাদের আজাবের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ালেন! তিনি মুনকার-নাকীরের প্রশ্নের জবাব দিতে আমাকে সাহায্য করলেন। এবং আমি আজাব থেকে নাজাত পেয়ে গেলাম। এরপর তিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জিজ্ঞেস করলাম,
আপনার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনি কে? তিনি বললেন, “দুনিয়াতে তোমার বেশী বেশী দূরুদ পাঠের দ্বারা আমি সৃষ্টি হয়েছি। কবর ও হাশরে সমস্ত কঠিন পরিস্থিতিতে সাহায্য করার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে।’ সুবহানাল্লাহ
রেফারেন্সঃ
আল কওলুল বদী, ১২৭ পৃষ্ঠা।





Users Today : 15
Users Yesterday : 357
This Month : 15
This Year : 171886
Total Users : 287749
Views Today : 2377
Total views : 3409940