দুরুদ শরীফের ফযিলত

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

বিষয়ঃ”দূরুদ শরীফ”
********* দুরুদ শরীফের ফযিলত ***********
রাসুলে আরাবী ﷺ ইরশাদ করেন,হাশরের দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবো না।তিন ধরণের লোক এই ছায়ার নিচে থাকবে।আরয করা হল ইয়া রাসুলুল্লাহ ﷺ, কারা এই সৌভাগ্য অর্জন করবে?রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন,(১)ঐসব লোক যারা আমার উম্মতের পেরেশানি দূর করবে (২)যারা আমার সুন্নতের উপর আমল করবে (৩)যারা অধিক হারে আমার ওপর দুরুদ শরীফ পাঠ করবে।

★reference: আল বাদূরাস সাফীরাহ আখিরাহ লিস সুয়ুতি,পৃষ্ঠা -১৩১.

✍স্বাধীন আহমদ রেজভী
      জুন ১১,২০১৯ইং

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment