পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
জনৈক বুজুর্গ বলেনেঃ তিনটি জিনিস সমস্ত মন্দ কাজের মূল ও ভিত্তি।
১। হিংসা ২। লোভ-লালসব ও ৩। অহংকার।
শয়তান অহংকারের বুনেয়াদ রেখেছিল, সে অহংকারের কারনেই হযরত আদম (রাঃ) কে সেজদা করতে অস্বীকার করেছিল, ফলে চিরদিনের জন্যে মালউন হয়ে গেল।
হযরত আদম (আঃ) থেকে লোভ শুরু হয়েছে, লোভের কারণেই তিনি জান্নাতে ঐ নিষিদ্ধ বৃক্ষের ফল খেতে আগ্রহী হয়েছিলেন, ফলে তাঁকে জান্নাত থেকে বের হতে হয়েছিল।
হিংসার উৎপত্তি হয় কাবিল থেকে। সে স্বীয় ভ্রাতা হাবীলকে অহংকারের ভিত্তিতে হত্যা করেছিল, পরিনামে সে কাফের হয়ে চিরদিনের জন্যে জাহান্নামী হয়ে গেল।
(আমার মনে হয়, আদম (আঃ) এর লোভ হয়নি, বরং হাওয়া (আঃ) এর মাধ্যমে শয়তানের প্রলোভনে পড়েছিলেন – বঙ্গানুবাদক)




Users Today : 379
Users Yesterday : 767
This Month : 14801
This Year : 186672
Total Users : 302535
Views Today : 39718
Total views : 3616461