পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
🖋Salma Ahmed Essa
জবাব: জোহরের ফরজ নামাজের আগের চার রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা। সুতরাং এই চার রাকাত সুন্নাত ফরজ পড়ার আগেই পড়তে হবে। তবে কখনো জোহরের নামাজের আগে চার রাকাত সুন্নত পড়তে না পারলে, জোহরের পর দুই রাকাত সুন্নত পড়ে আগের চার রাকাত সুন্নত আদায় করে নেওয়া কর্তব্য।
কেননা, হাদিস থেকে জানা যায়, রাসুল ﷺ জোহরের আগের চার রাকাত সুন্নাতের এত গুরুত্ব দিতেন যে, কখনো যদি আগে পড়তে না পারতেন তাহলে ফরযের পরে হলেও পড়ে নিতেন। আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ إِذَا لَمْ يُصَلِّ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ صَلاَّهُنَّ بَعْدَهَا
রাসুল ﷺ জোহরের আগের চার রাকাত সুন্নাত কখনো আগে পড়তে না পারলে ফরজের পরে তা পড়ে নিতেন। (তিরমিজি, হাদিস নং ৪২৬)





Users Today : 25
Users Yesterday : 357
This Month : 25
This Year : 171896
Total Users : 287759
Views Today : 3964
Total views : 3411527